বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন সাবেক অর্থসচিব ফজলে কবির। তাঁকে এ পদে নিয়োগ দেয়া হচ্ছে বলে আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় মন্ত্রী বলেন, ‘সব ঠিক হয়ে গেছে।’
তিনি জানান, ফজলে কবির বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ১৮ মার্চ তাঁর দেশে ফেরার কথা। তিনি দেশে ফেরার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি এ পদে নিয়োগ পাবেন। ফজলে কবির বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান।