বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় গভর্নর, দুই ডেপুটি গভর্নরের পর এবার সরিয়ে দেয়া হলো অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ডা. এম আসলাম আলমকে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার সময় এম আলমকে ওএসডির কথা সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এই পদক্ষেপের ব্যাখ্যায় অবশ্য মুহিত বলেন, ‘উনি ওই বিভাগের সচিব ছিলেন। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।’
এর আগেে আজ বিকালে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।
এছাড়া আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে পদত্যাগের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান।