প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম আজ দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর ডেপু্টি প্রেসসচিব মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের একটি অনাকাঙ্ক্ষিত কারণে উদ্ভুত পরিস্থিরি প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে পদত্যাগ পেশ করেন।
সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিয়ের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র গ্রহণ করে বলেন, ড. আতিউর রহমানের এ পদত্যাগ একটি সাহসী পদক্ষেপ। যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে ড. আতিউরের অনেক অবদান রয়েছে উল্লেখ করে বলেন, বিশেষ করে তার সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবাখাত আরও গতিশীল হয়েছে।
সূত্র : বাসস