ঢাকা: তৃতীয় ধাপে ৬৮৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।
মঙ্গলবার (১৫ মার্চ) ইসির জনসংযোগ পরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়পত্র যাচাই-বাছাই হবে ২৯ ও ৩০ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৬ এপ্রিল। গত ১১ ফেব্রুয়ারি ৭৫২ ইউপির তফসিল ঘোষণা করে ইসি। এরপর ১৮ ফেব্রুয়ারি ঘোষিত হয় ৬৮৪ ইউপি নির্বাচনের তফসিল।
এরপর আরও তিন ধাপে ভোট নেবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে আগামী ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে নির্বাচন হবে।