নিজামীর মৃত্যু পরোয়ানার সঙ্গে যাচ্ছে রায়ের কপি

Slider বাংলার আদালত

3bec7db806af54e7c83f271eff1affe9-nn

 

 

 

 

ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মেহেদি হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম রায়ের কপি নিয়ে ট্রাইব্যুনালে পৌঁছান। রায়ের কপি বহনকারী মাইক্রো বাসটির নাম্বার ঢাকা মেট্রো-চ ৫৩-৮১২১।

এসময় রায় নিয়ে ট্রাইব্যুনাল রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেন তারা। পরে ট্রাইব্যুনাল রেজিস্ট্রার রায়ের কপি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রায় পর্যবেক্ষণ শেষে ট্রাইব্যুনালের তিন বিচারপতি রায়ের কপিতে স্বাক্ষর করবেন। স্বাক্ষর শেষে রায়ের কপিগুলো মৃত্যু পরোয়ানার সঙ্গে লাল কাপড়ে বেঁধে কেন্দ্রীয় কারাগারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *