নোয়াখালীতে সংঘর্ষে হিজবুত তাওহীদের ২ কর্মী নিহত

Slider টপ নিউজ বাংলার আদালত বাংলার মুখোমুখি সারাদেশ

5619_nkha

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নের  পোরকরা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের দুই কর্মী নিহত হয়েছে।  এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আজ দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে স্থানীয় লোকজন একত্রিত হয়ে হিজবুত তাওহীদ কর্মীদের এলাকা থেকে বিতাড়িত করেন। গত ২৪শে ফেব্রুয়ারি চাষিরহাটে সমাবেশ করে উস্কানিমূলক বক্তব্য দেয় হিজবুত তাওহীদের কর্মীরা। এরপর থেকে এলাকায় ওই সংগঠনের বহিরাগত কর্মীদের আনাগোনা বেড়ে যায়। সোমবার দুপুরে এ বিষয়ে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়ে আসার পথে চাষিরহাটে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজিত জনতা সংগঠনের এক সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়। পরে দুই কর্মীর মৃত্যু হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *