ঢাকা: টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে স্বরূপে জ্বলে ওঠেন তামিম ইকবাল। ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। একই ম্যাচে দুটি রেকর্ড গড়েন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকান তামিম।
পাশাপাশি বাংলাদেশের পক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের পাতায় নাম লেখান তারকা এই ওপেনার। তার ব্যাটিং নৈপুণ্যে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে বাংলাদেশ চলে যায় ‘আসল’ বিশ্বকাপে।
ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় তামিম করেন ১০৩* রান। যা বাংলাদেশের পক্ষে টি-২০তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। মহাকাব্যিক এই ইনিংস খেলার সুবাদে বাংলাদেশের তারকা ওপেনার নির্বাচিত হন ম্যাচসেরাও।
অসাধারণ এক কীর্তি গড়ায় তামিমকে অভিনন্দন জানালেন সাব্বির রহমান রুম্মান ও সাকিব আল হাসান। অভিনন্দন বার্তায় সাব্বির লিখেছেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে টি২০তে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। অভিনন্দন তামিম ভাইকে!’
বন্ধু তামিম ইকবালকে সাকিব অভিনন্দিত করলেন এভাবে, ‘শুধুমাত্র ম্যাচ জয় নয়, বাংলাদেশের হয়ে টি২০ তে প্রথম সেঞ্চুরির জন্য তামিমকে অভিনন্দন।