বৃষ্টি বিরতির পর আবার খেলা শুরু হয়েছে। আর তাতে আরেক উইকেট হারিয়েছে ওমান। ফলে ৭.৪ ওভারে তাদের স্কোর ৪ উইকেটে ৪৫ রান।
বৃষ্টি কারণে ম্যাচটি ২০ ওভার থেকে ১৬ ওভার করা হয়েছে। তাদের নতুন টার্গেট ১৫২ রান।
ম্যাচ সাময়িক বন্ধ হওয়ার আগে ওমানের সংগ্রহ ছিল ৭ ওভারে ২ উইকেটে ৪১ রান। তাদেরকে বাকি ১৩ ওভারে করার কথা ছিল আরো ১৪০ রান।
এর আগে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করেছে ২ উইকেটে তারা। তামিম ১০৩ এবং সাকিব আল হাসান ১৭ রানে ক্রিজে থাকেন।
তামিম ইকবাল আরেকটি তাণ্ডব চালিয়ে এই স্কোর গড়তে সহায়তা করেন। তিনি ৬৩ বলে ১০টি চার আর ৫টি ছক্কা দিয়ে এই স্কোর গড়েন। আর সাব্বির রহমান করেন ৪৪ রান।
অনেক দিন পর সাকিব ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিনি ৯ বলে ১৭ রান করেন। আর ওপেনার সৌম্য সরকার ১২ রান করে আউট হয়েছিলেন।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এ ম্যাচের বিজয়ী দল সুপার টেনে খেলবে। আর যদি বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয় তবে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সুপার টেনে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আবু হায়দার, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।
ওমান একাদশ : সুলতান আহমেদ (অধিনায়ক), জিশান মাকুসদ, খাওয়ার আলি, জাতিন্দার সিং, আদনান ইলিয়াস, আমির কালিম, মেহরান খান, আমির আলি, অজয় লালচেতা, মুনিস আনসারি ও বিলাল খান।