বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামিক দলের উদ্যোগে ৭ দফা দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাবা-মা কর্তৃক শিশুহত্যা ও নির্যাতন বন্ধ, মাদক-দুর্নীতি প্রতিরোধসহ সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় রোধে সংবিধানে সর্বশক্তিমান মহান আল্লাহপাকের উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে বহাল, ভারতে মুসলিম স্বার্থ সুরক্ষায় ভারতের প্রতি আহবান জানানো, গরু জবাই নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদানকারী হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা, কোরআন সুন্নাহ ও ইসলাম বিরোধী কোনো আইন পাস না করাসহ ৭ দফা দাবি জানানো হয়।
মানববন্ধনে সমন্বয় করেন ওলামা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, (পীর সাহেব, টাঙ্গাইল)।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী, লায়ন মাওলানা মুহম্মদ আবু বকর ছিদ্দীক্ব, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, মাওলানা মুজিবুর রহমান চিশতি, হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী বাগেরহাটি, মাওলানা নূর মুহম্মদ আহাদ আলী সরকার প্রমুখ।
পরিচালনা করেন সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনের পর মিছিল করা হয়। মিছিল শেষে দোয়া মোনাজাত করেন কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী।
বিজ্ঞপ্তি।
–