গাজীপুরের ভবানীপুর শিরিরচালা এলাকায় ট্রাকের ধাক্কায় হারুন অর রশীদ (৩৭) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ সময় দুই কনস্টেবলসহ আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করে মাওনা হাইওয়ে থানায় নেয়া হয়েছে । তবে চালক পালিয়ে গেছে।
হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক জানান, আজ ভোর ৪টার দিকে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এএসআই হারুন-অর রশিদসহ অন্যরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডিউটি করছিলেন। এসময় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর শিরির চালা এলাকায় ময়মনসিংহগামী দ্রুত গতির একটি ট্রাক কর্তব্য পালনকালে পুলিশ বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে এএসআই হারুন-অর রশিদ, সঙ্গে থাকা দুই কনস্টেবল মানিক (৪০)ও জব্বার (২৩) এবং মাইক্রোবাস চালক ফারুক (২৮) আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর এএসআই হারুন অর রশিদ মারা যান। অপর তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।