পুলিশের ওপর আক্রমন চেষ্টা: গণপিটুনিতে নিহত ৪

Slider জাতীয় টপ নিউজ বাংলার মুখোমুখি

5337_Dakat

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত সোয়া ১২টার দিকে স্থানীয় জনতা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় ডাকাত সন্দেহে ৬ জনকে আটক করে পাশ্ববর্তী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে পুলিশ তাদেরকে ফাঁড়িতে রেখে অস্ত্র উদ্ধারে গেলে হাতের বাঁধ খুলে ফাঁড়িতে থাকা পুলিশের ওপর তারা আক্রমন চালায়। এ সময় পুলিশের চিৎকারে উত্তেজিত জনতা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে ডাকাতদের ঘিরে ফেলে এবং গণপিটুনিতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এসময় বাকি দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত চারজন ও আহতদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *