আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আশুলিয়া থানা পুলিশের চার সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দিবাগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মো. মেহেদী হাসান (৩৫) কনস্টেবল সবুজ (২৬), কনস্টেবল সালাউদ্দিন (২৯) ও পুলিশ ভ্যান চালক জাহাঙ্গীর (৩৫)।
পুলিশ সূত্র জনায়, রাতে আশুলিয়া থানার টহলরত পুলিশ ভ্যানটি নবীনগর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাসষ্ট্যান্ডে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস পুলিশ ভ্যাটটিকে ধাক্কা দেয়। এতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির। তিনি বলেন, আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ভ্যানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয়েছিলো বলেও জানান অফিসার ইনচার্জ।
এ ছাড়া দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।