বিশ্ব শান্তির জন্য গাইতে ভারতে এলআরবি

বিনোদন ও মিডিয়া

2016_03_10_14_21_28_1qhvLzPKqrjG4vjTC3lt1Kvv1UVr9N_original

 

 

 

 

ঢাকা: বিশ্ব মানবতার মাঝে শান্তি ছড়িয়ে দিতে মিউজিকের বিকল্প নেই বলে মনে করেন ভারতীয় রক এন্ড রোল খ্যাত ব্যান্ড পরিক্রম। তাই সঙ্গীতের মধ্যদিয়ে বিশ্বে শান্তি পৌঁছে দেয়ার লক্ষ্যে আগামীকাল শুক্রবার ব্যান্ড পরিক্রম’র আয়োজনে ভারতের হরিয়ানায় একজোট হচ্ছেন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান এবং বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড দলগুলো। আর এই মিউজিক ফেস্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর এলআরবি(লাভ রানস ব্লাইন্ড)।

 

‘হান্ড্রেড পাইপার্স-নেশন ফর পিস’ শিরোনামের সুপার কনসার্টটি  বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে। দিল্লী এবং গুরগাঁয়ের বিভিন্ন লোকেশনে কনসার্টটি হলেও মূল অনুষ্ঠানটি হবে আগামীকাল গুরগাঁওয়ের সাইবার হাবে। যেখানে উপস্থিত থাকবেন উপমহাদেশের ছয়টি দেশের ব্যান্ড শিল্পীরা। ভারতের রক এন্ড রোল খ্যাত ব্যান্ড দল পরিক্রম, ইলেক্ট্রনিকা-ফোক দল হরি ও সুখমনি, নেপালের স্ট্রিম ইনজুনসের অভয়া সুব্বা, ভূটানের দ্রুক রিভাইভাল, পাকিস্তানের নুরি ও শ্রীলঙ্কার প্যারানয়েড আর্থলিংয়ের সঙ্গে দর্শক শ্রোতা মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি।

 

‘হান্ড্রেড পাইপার্স-নেশন ফর পিস’ নামের এই মিউজিক ফেস্টকে মূলত সাধারণকে ঐক্যবদ্ধ করার একটি মাধ্যম বলে ভাবছেন আয়োজক ব্যান্ড দল পরিক্রমার প্রতিষ্ঠাতা সদস্য সুবির মল্লিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *