মনের ভিতর ঘুরে আসলেন কন্ঠ শিল্পী ন্যান্সি

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

62585_Nancy2

গ্রাম বাংলা ডেস্ক: আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালবাস সে কথাটা জানতে চাই। জনপ্রিয় গানের কণ্ঠ শিল্পী ন্যান্সি ৬০টি ঘুমের টেবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এখন তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন।

বতর্মানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করছেন। তবে রাত ১০টয় ডাক্তাররা বলেছেন তিনি আশংকামুক্ত।

শনিবার পৌনে ৮টার দিকে ন্যান্সি তার নেত্রকোনার বাড়িতে ৪০টি ঘুমের ওষুধ (স্লিপিং পিল) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর ছড়ায়। রাত ৯টায় তাকে মযমনসিংহ হাসপাতালে আনা হয়।

তাৎক্ষণিকভাবে ন্যান্সির স্বামী জায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আমিও এ ধরনের খবর শুনেছি। এটা সত্য নয়, গুজব রটেছে। তারপরও আমি খোঁজ খবর নিচ্ছি। পরে অবশ্য, জায়েদের দাবির সত্যতা পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের মিনিট পাঁচেক পরই ন্যান্সিকে নেত্রকোনা সদর হাসপাতাল থেকে ‘নেত্রকোনা আইডিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড’র একটি অ্যাম্বুলেন্সে চড়িয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।প্রতিবেদনটি লেখা পর্যন্ত জরুরি বিভাগে ন্যান্সির চিকিৎসা চলছে। তবে, কোনো স্বজন বা চিকিৎসক এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

62585_Nancy3

জনপ্রিয় এ সংগীতশিল্পীর আত্মহত্যার চেষ্টার খবরে ময়মনসিংহ মেডিকেলের জরুরি বিভাগের সামনে ভিড় জমিয়েছেন স্থানীয় সাংবাদিক ও উৎসুক জনতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *