অবশেষে মুসা বিন শমসেরের বিরুদ্ধে দুদকের মামলা

Slider জাতীয়

index

 

 

 

 

 

ঢাকা: দুপুরে অনুমোদনের পর বিকেলেই ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। অনুমোদনের পরই বিকেলেই দুর্নীতিবিরোধী সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী রাজধানীর রমনা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি  নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ব্যবসায়ী মুসা বিন শমসের দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তার সপক্ষে দালিলিক কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। এ কারণে তার বিরুদ্ধে কমিশন মামলার অনুমোদন দেয়।
এজাহারে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এবং সম্পদের মিথ্যা তথ্য দেওয়ায় ২৬ (১) ও (২) ধারায় মামলা করা হয়।

দুদক সূত্র জানায়, ২০১৫ সালের ৭ জুন মুসা বিন শমসের দুদকে সম্পদের হিসাব পেশ করেন। সম্পদের বিবরণীতে তিনি সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ছয়শ’ কোটি টাকা) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন। সুইস ব্যাংকে এ পরিমাণ অর্থ থাকার কথা জানালেও তার সপক্ষে দালিলিক তথ্য জমা দেননি তিনি।

এছাড়া, গাজীপুর ও সাভারে তার নামে প্রায় এক হাজার দুইশ’ বিঘা সম্পত্তি রয়েছে বলেও উল্লেখ করেন মুসা। এসব সম্পদের সঠিক উৎস না পাওয়ায়ও মামলা দায়ের করলো দুদক।

২০১৪ সালের শেষ দিকে মুসার সম্পদের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানকালীন সময়ে তাকে দু’বার জিজ্ঞাসাবাদ করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *