ঢাকা: আগামী ১৫ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। এ ম্যাচে নামার আগে অবশ্য নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে জাহানারা আলমের দল। মূল লড়াই শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ব্যাঙ্গালুরুর চিন্বাসামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (বৃহস্পতিবার, ১০ মার্চ) রাত ৮টায়। জাহানারা আলমদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১২ মার্চ, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে গত মঙ্গলবার (০৮ মার্চ) ভারতের ব্যাঙ্গালুরু পৌঁছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এবারের বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে শক্তিশালী ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ১৫ মার্চ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নারীদের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ স্কোয়াড: জাহানারা আলম (অধিনায়ক), আয়েশা রহমান, সালমা খাতুন, ফারজানা হক, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, ফাহিমা খাতুন, রিতু মনি, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা, খাদিজা-তুল-কোবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, সানজিদা ইসলাম।