গ্রাম বাংলা ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা কালো পতাকা মিছিল শুরু হয়েছে।
বেলা ৩.৪০ মিনিটে মিছিল পূর্ববর্তী সমাবেশ শেষে মিছিল শুরু হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মিছিলের নেতৃত্বে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, মির্জা আব্বাস জয়নাল আবেদীন ফারুক, আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, সুলতান সালাউদ্দিন টুক, জামায়াতে ইসলামীর ঢাকা মহাগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ সেলিম উদ্দিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
মিছিলটি মালিবাগে গিয়ে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে কালো পতাকা মিছিলে ডাক দেয় ২০ দলীয় জোট।