তানজানিয়ার সরকারি চাকরিজীবীদের কাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও চ্যাট অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি বলছে, পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গসিপিং’-এর কারণে চাকরিচ্যুতও করা হতে পারে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা বাড়ার এই সময়ে এ ধরনের নিষেধাজ্ঞা কীভাবে প্রয়োগ করা হবে তা পরিষ্কার নয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাকামি এমবারাওয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম তাঞ্জানিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত করছে। নিজের মন্ত্রণালয়ে দেওয়া এক বক্তব্যে মন্ত্রী বলেন, এ ধরণের চর্চা দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার মন্ত্রণালয় অন্যান্য সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে।