কক্সবাজার: কক্সবাজারের নাজিরাটেক সমুদ্র পয়েন্টে পোনাবাহী একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে।
বুধবার (০৯ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে নাজিরাটেক সমুদ্র পয়েন্টে ট্রু-এভিয়েশনের একটি কার্গোবিমান বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিখোঁজ অপর এক নেভিগেটরকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত।
বলাকা হ্যাচারির মালিক ও কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতিজানান, কার্গো বিমানটি কক্সবাজার থেকে পোনা নিয়ে যশোর যাচ্ছিল। এসময় যান্ত্রিক ক্রটির কারণে নাজিরাটেক সমুদ্র পয়েন্ট বিধ্বস্ত হয়।