সোমবার ভারতে পৌছালেও মঙ্গলবার অনুশীলন শুরু করেন মাশরাফিরা। সবাই ব্যাট বল হাতে কসরত করলেও মুস্তাফিজুর রহমান ভুগছেন তার সাইড স্ট্রেনের সমস্যায়। তাই অনুশীলনও করেননি এই পেসার।
সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুশীলন করেন মাশরাফিরা।
অনুশীলনের পাশাপাশি মুস্তাফিজের পাশে বসে তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক। এদিন মাশরাফি নিজে নেটে যতটা না বোলিং করলেন তার চেয়ে বেশি সময় কাটালেন মুস্তাফিজের মন ভালো করতে।
নিজেই সারা ক্যারিয়ার জুড়ে ইনজুরির সাথে লড়াই করেছেন। মুস্তাফিজের কষ্টটা আর কেউ না বুঝুক মাশরাফি বোঝেন।
বিশ্বকাপের মতো মঞ্চে প্রথম ম্যাচ। তাও আবার বাছাইপর্ব খেলতে হবে। সামান্য পা হড়কালেই খেলা হবে না মূলপর্বে।
আর এমন ম্যাচেই নিজের সেরা অস্ত্র মুস্তাফিজকে পাচ্ছেন না অধিনায়ক। ব্যাপারটা তার জন্যও বেশ কষ্টের।
এশিয়া কাপে পাওয়া সাইড স্ট্রেইনের ব্যাথা এখনো আছে তার। শুধু প্রথম ম্যাচ নয় বাছাইপর্বে হয়তো খেলবে না মুস্তাফিজ। আরো অন্তত এক সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।
জানা গিয়েছে খানিকটা দৌড়াতে পারলেও এখনই বোলিং করার মতো অবস্থায় নেই মুস্তাফিজ।