ঢাকা: জামায়াতের হরতালে নাশকতা এড়াতে রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যা থেকেই রাজধানীতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা (ওসি) মহসীন রেজার পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জামায়াতের হরতালকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর কিছুক্ষণ পরই বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় একাত্তরে যুদ্ধাপরাধে অভিযুক্ত দল জামায়াত।