ঢাকা : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৬ হাজার ৮৮৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজকে যে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়েছে তার সবকটিই গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলোর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প আছে। যেগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়নে ১৪ হাজার ৪১ কোটি ২৭ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহাবিল থেকে ৫৯৬ কোটি ২৭ লাখ এবং প্রকল্প সাহায্য থেকে ২ হাজার ২৫০ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হবে।’