চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শত্রুতার জের ধরে পরীক্ষা কেন্দ্রের ভেতরেই সোলায়মান আযম মুন্না (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা সরকারি ভি জে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত সোলায়মান আযম মুন্না চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের আব্দুল ওয়াদুদ আলীর ছেলে।
ভি জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান জানান, মঙ্গলবার ছিলো কৃষি গার্হস্থ্য পরীক্ষা। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হচ্ছিল। এ সময় চার/পাঁচজন বহিরাগত যুবক এসে সোলায়মানের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় হামলাকারীদের ঠেকাতে গেলে আরো দুই শিক্ষার্থী তাদের মারধরের শিকার হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।