লালমনিরহাট করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
লালমনিরহাট: সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটে আঙ্গোরপোতা-দহগ্রাম ছিটমহলসহ গোটা জেলার ২২ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড তিস্তা দোয়ানী-ডালিয়া’র প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রকৌশলী জানান, ভারত থেকে প্রচন্ড গতিতে পানি বাংলাদেশের দিকে নেমে আসছে। ফলে ব্যারাজের উজান ও ভাটিতে অসংখ্য গ্রামের মানুষজন পানি বন্দি হয়ে পড়েছে। ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তিনি বন্যা পরিস্থিতি’র খোঁজ খবর নিচ্ছেন। ত্রাণের জন্য উচ্চপর্যায়ে অবগত করা হয়েছে।