ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল হওয়ার প্রতিবাদে হরতালের ডাক দিচ্ছে জামায়াতে ইসলামী।
সরকার মীর কাসেম আলীকে ‘হত্যার ষড়যন্ত্র’ করছে এমন অভিযোগে এনে এর প্রতিবাদে ও কাসেম আলীসহ আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দিচ্ছে জামায়াতে ইসলামী। কিছুক্ষণের মধ্যেই হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামের একটি সূত্র।