রাজনৈতিক ইচ্ছায় যুদ্ধাপরাধের বিচার হচ্ছে

Slider বাংলার আদালত

2015_09_03_16_45_19_wYkcQ1YjsD5Xdtlj6rIKwa3UIWfY6u_original

 

 

 

 

ঢাকা : একাত্তরে হত্যা-গণহত্যার দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। তার বিরুদ্ধে তদন্ত সংস্থার আনা ১৪টি অভিযোগের মধ্যে ১১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম মনে করছেন, এ বিচারের কৃতিত্ব অনেকেই নিচ্ছেন। তবে তাদের মনে রাখা উচিৎ রাজনৈতিক ইচ্ছাতেই এ বিচার হচ্ছে।

তিনি বলেন, ‘২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইসতেহারে এ বিচারের প্রতিশ্রুতি দেয়া হয়। যুদ্ধাপরাধীর বিচারের ঘোষণা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।’

মঙ্গলবার সকালে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *