মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিল রায় নিয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকে তলব করেছেন সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের ৯ বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
সরকারের দুই মন্ত্রীকে ১৫ মার্চ আদালতে হাজির হয়ে এই ব্যাখ্যা দিতে হবে।
গত শনিবার রাজধানীতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সেমিনারে গভীর উদ্বেগ ও সংশয় প্রকাশ করেন সরকারের দুই মন্ত্রী। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন করে মীর কাসেম আলীর আপিলের শুনানির দাবি তোলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক পরামর্শ দেন, আসনে থাকতে চাইলে প্রধান বিচারপতিকে তার ‘অতিকথন’ বন্ধ করা উচিত।