ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় একব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৮ মার্চ) ভোর চারটার দিকে খিলগাঁওয়ের খিদমাও হাসপাতালের পাশে রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিবি দক্ষিণের কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ওই এলাকায় চার থেকে পাঁচজন জঙ্গি অবস্থান নিয়েছে বলে আমাদের কাছে খবর আসে। পরে শেষ রাতের দিকে সেখানে অভিযান চালালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে একব্যক্তি গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।