প্রধান বিচারপতিকে নিয়ে দেয়া দুই মন্ত্রীর বক্তব্য সরকারের নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মন্ত্রীসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি একথা বলেন। একই সঙ্গে মন্ত্রীদের বিভিন্ন জায়গায় কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ারও পরামর্শ দেন তিনি। বৈঠক সূত্র এ তথ্য জানিয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মৃত্যুদ-ে দ-িত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি দাবি করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান বিচারপতিকে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেন। তাদের এ বক্তব্যকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন আইনজীবী নেতারা। একই সঙ্গে দুই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন এর্টনী জেনারেলও। এদিকে এ বক্তব্যের বিষয়ে আজ দুই মন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।