প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) সমালোচনা করে বক্তব্য দেয়ায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে লিগ্যাল নোটিস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু এ নোটিস পাঠিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে দুই মন্ত্রীকে তাদের বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে লিগ্যাল নোটিসে উল্লেখ করা হয়েছে।
গত শনিবার ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনায় অংশ নিয়ে প্রধান বিচারপতির তীব্র সমালোচনা করেন কামরুল ইসলাম এবং আকম মোজাম্মেল হক। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলার পুনরায় শুনানির দাবি করেন খাদ্যমন্ত্রী। দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ মন্ত্রিসভার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।