ময়মনসিংহ: জেলার কেওয়াটখালী লেভেল ক্রসিং এলাকায় ঢাকাগামী চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহ-ঢাকা রেলপথে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ট্রাকচালক রবিন (৩৮) ও তার সহকারী মোফাজ্জল হোসেন (২৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ রেলের স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) গাজী মোফাজ্জল হোসেন জানান, ভোরে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ৬৬ ডাউন ট্রেনটি কেওয়াটখালী লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি উল্টে গিয়ে এর চালক ও হেলপার আহত হন। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়। উল্টে যাওয়া ট্রাকটি লাইনের ওপর থাকায় ময়মনসিংহ-ঢাকা রেলপথে প্রায় দুইঘণ্টা রেলযোগাযোগ বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও রেলের উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।