ঢাকা: শিরোপায় চুমু আঁকা হয়নি। হারতে হয়েছে ফাইনালে। তবে এশিয়া কাপের সেরা বোলারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের পেসার আল আমিন। ৫ ম্যাচে ১১ উইকেট নেয়ার সুবাদে আল আমিন জিতেছেন ‘কুলেস্ট প্লেয়ার অব দ্য সিরিজ’। প্রাইজমানি হিসেবে পেয়েছেন সাড়ে ৭ হাজার মার্কিন ডলার।
রোববার ভারতের বিরুদ্ধে হেরে যাওয়া ফাইনালে আল আমিন অবশ্য জ্বলে উঠতে পারেনি। যদিও ব্রেক থ্রু তিনিই এনে দিয়েছিলেন রোহিত শর্মাকে আউট করে। পরের ওভারগুলোতে রান দিয়েছেন অকাতরে। সব মিলিয়ে ফাইনালে ২.৫ ওভারে ৩০ রানের খরচায় পেয়েছেন এক উইকেট। তার বলেই ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ধোনি।
তবে আল আমিনের মাহাত্ম টুর্নামেন্টের অন্যান্য ম্যাচগুলোতে। এশিয়া কাপে মূল পর্বে তিনিই সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার (১১টি)।বাছাই পর্বের হিসাব ধরলে টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট শিকারী আরব আমিরাতের অধিনায়ক জামশেদ জাভেদ। ৭ ম্যাচ তিনি নিয়েছেন ১২ উইকেট।