বিমানবন্দরে মাশরাফিরা

Slider খেলা

12805951_979790732057315_3665537580586860998_n

 

 

 

 

 

 

 

 

ঢাকা: ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (০৭ মার্চ) সকাল সোয়া ৮টায় মাশরাফি বাহিনী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৬নং গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।

বিমানবন্দরে সব আনুষ্ঠানিকতা শেষে ভারতের উদ্দেশে জেট এয়ারওয়েজে করে ঢাকা থেকে দিল্লিতে উড়াল দেবেন টাইগাররা।

সেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাড়া করা বিমানে ধর্মশালা পৌঁছাবেন তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। ৯ মার্চ ধর্মশালায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাই বলতে গেলে মাত্র এক দিন সময় পাচ্ছে বাংলাদেশ। ১১ মার্চ আয়ারল্যান্ড ও ১৩ মার্চ ওমানে বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আটটি দল সরাসরি খেলবে মূলপর্বে। বাছাইপর্ব থেকে আসবে দুটি দল। ১০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ১৫ মার্চ, ফাইনাল হবে ০৩ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *