ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর থেকে ২ হাজার বোতল ফেনসিডিল বোঝাই ট্রাকসহ রবিউল হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
শনিবার (০৫ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
দুপুর ১২টার দিকে র্যাব-৭ ফেনী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
আটক রবিউল কুমিল্লার বরুড়া উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুরে একটি ট্রাক আটক করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এ সময় ট্রাকের হেলপার রবিউল হককে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। পরে, ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, আটক ব্যক্তিকে মিরসরাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টাও অব্যাহত আছে।