শনিবার রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলকে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও সংবিধানের ‘মহাশত্রু’ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী এসময় তাদের ‘প্রতিহত’ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়া জঙ্গিবাদকে সাথে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের সে ষড়যন্ত্র কখনই সফল হবে না। জনগণ তাদের সে ষড়যন্ত্র রুখে দেবে।’
জাসদ সভাপতি ইনু আরও বলেন, ‘জাসদ এখন ভোটের রাজনীতিতেও এগিয়ে রয়েছে। জাসদ মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে। আমরা সব সময়ই রাজাকারদের বিরুদ্ধে। স্বাধীন দেশে রাজাকারদের কোনো স্থান নেই।’
জাসদ রংপুর জেলা কমিটির সভাপতি ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, যুগ্ম সম্পাদক নাজমুল প্রধান এমপি, সহ-সভাপতি রেজাউল করিম তানসেন এমপি, জাসদ নেত্রী আফরোজা হক রিনা, জেলা সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা, যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।
এর আগে ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে বিভাগের আট জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।