গাজীপুরে ৩১ অনাথ শিশুকে স্কুলের পোষাক বিতরণ

Slider গ্রাম বাংলা ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি

12801329_10206926099125734_4798060223805597392_n

গাজীপুর অফিস;  ইন্টারন্যাশনাল সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রন্টিয়ার, গাজীপুরে উই আর ফর দেম নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের ৩১ অনাথ শিশুকে স্কুলের পোষাক দিয়েছে।

শুক্রবার বিকালে গাজীপুর ডায়াবেটিক সমিতির হল রুমে আনুষ্ঠানিকভাবে ওই সব পোষাক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উই আর ফর দেম এর চেয়ারম্যান মনির মুননা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সেক্রেটারী ডা; বোরহান উদ্দিন অরণ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনলাইন প্রেসক্লাব বাংলাদেশের সভাপতি ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ড. এ কে এম রিপন আনসারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রন্টিয়ার এর সভাপতি এস এম এরশাদুল খবীর, সাবেক সভাপতি সাইদুর রহমান সিদ্দিকী, সেক্রেটারী মো; আবদুর রশিদ মিলন, ট্রেজারার নাদিরা সুলতানা সিদ্দিকী, গাজীপুর প্রেসক্লাবের ট্রেজারার জাহিদুর রহমান বকুল, এপেক্স ক্লাব গাজীপুরের সভাপতি মোঃ সাজ্জাদুল রহমান ইলিয়াস,  বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী ও উই আর ফর দেম এর ট্রেজারার আল মামুন প্রমূখ।

12814173_10206926098565720_1450108898834804551_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *