শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্টেদ্রোহ মামলার প্রতিবাদে আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল।
নোমান বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন অসহায়। তাদের কোনো মৌলিক অধিকার প্রয়োগ করার সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার কেউ ভোগ করতে পারে না। এমনকি সভা-সমাবেশও করতে দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নির্যাতন করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে সরকার, গুম করা হচ্ছে। যেভাবে পাকিস্তানের ইয়াহিয়াকে হঠিয়েছি, ৯০ সালে গণঅভূত্থানের মাধ্যমে এরশাদকে হটিয়েছি। সেভাবেই এ সরকারকে আমরা হটাবো। জনগণের রাজনীতির কাছে যুগে যুগে স্বৈরাচারী সরকার পরাজিত হয়েছে। এ সরকারও জনগণের কাছে পরাজিত হবে।’
সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম আমিনুর রহমান, সদস্য সচিব মাহামুদ আহমেদ জিয়া প্রমুখ।