সিলেট : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে কলেজের দিলরুবা ছাত্রীনিবাসের নিচতলার ১১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এতে একটি কক্ষ পুড়ে যায়।
কলেজ সূত্রে জানা যায়, ছাত্রীনিবাসের নিচতলার একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে ছাত্রীরা কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই কলেজের কর্মকর্তা ও কর্মচারীরা কক্ষের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, ওই কক্ষে অবস্থানকারী এক ছাত্রী সকালে টিউবলাইট জ্বেলে বাইরে চলে যায়। দীর্ঘক্ষণ জ্বলার পর টিউবলাইটটি বিস্ফোরিত হয়ে কক্ষের ভেতরের কাপড় ও আসবাবপত্রে আগুন লাগে। তবে দ্রুত আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে ছাত্রীনিবাসটি রক্ষা পেয়েছে।