ঢাকা : বিএনপির চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সংগ্রহকৃত বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার (৪ মার্চ) বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।
খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও রিটার্নিং অফিসার নজরুল ইসলাম খান।
খালেদা জিয়ার মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আর সমর্থনকারী ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী।
গত ২ ফেব্রুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন রিজভী।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় রিজভী আহমেদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাযহারুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।