গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংকের এটিএম বুথের কোটি টাকা বোঝাই দুটি ট্রাংক লুটের ঘটনায় মামলা হয়েছে। নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান ‘মানিপ্ল্যান্ট’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফজালুল আবেদিন বৃহস্পতিবার সন্ধ্যায় এ মামলা করেন। মামলার এজাহারে লুট হওয়া টাকার পরিমাণ এক কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ লেখা হয়েছে বলে জানান ওসি।
মামলার খবর নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বলেন, ‘ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ও দুই কর্মকর্তা টাকা লুটের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।’
মানিপ্ল্যান্ট কর্তৃপক্ষ বলছে, বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার মিরপুরে তাদের প্রধান কার্যালয় থেকে ৫ কোটি ৩৪ লাখ টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে দেয়ার জন্য একটি মাইক্রোবাসে করে বের হন কর্মীরা।