রাজধানীর বনশ্রী এলাকার বাসিন্দা দুই শিশু সন্তান নুসরাত ও আলভীকে হত্যার কথা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত মা মাহফুজা মালেক জেসমিন। আজ সকালে র্যাবের গোয়েন্দা শাখার পারিচালক মো. আবুল কালাম আজাদ মানবজমিনকে এ তথ্য জানান। তিনি বলেছেন, নুসরাত আমান (১২) ও আলভী আমানকে (৬) হত্যার দায় তাদের মা জেসমিন স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ওড়না দিয়ে শ্বাসরোধ করে প্রথমে মেয়েকে এবং পরে ছেলেকে হত্যা করেছেন। হত্যার সময় মেয়ে জেগে ছিল, ছেলে ঘুমাচ্ছিল। গত সোমবার সন্ধ্যায় বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাসায় নুসরাত ও আলভীর রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, চাইনিজ রেস্তোরাঁর খাবার খেয়ে তারা মারা যায়। পরদিন লাশের ময়নাতদন্তে শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার আলামত পান চিকিৎসক। এ ঘটনায় শিশুদের বাবা আমান উল্লাহ, মা জেসমিন ও খালা আফরোজা মালেককে গতকাল বুধবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরের নেওয়া হয়। এই তিনজনই জামালপুর শহরের ইকবালপুরে শিশুদের নানাবাড়িতে ছিলেন। সেখানে দুই শিশুকে দাফন করা হয়েছে।