গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ব্যাংকের এটিএম বুথের জন্য আনা কোটি টাকা বোঝাই ট্রাংক লুট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ওই ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট বুথের কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ওই বুথে ব্যাংকের টাকা নিয়ে আসে মানি প্লান্ট নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মাইক্রোবাসে চড়ে দুটি ট্রাঙ্কে করে ওই টাকা আনেন।
তিনি জানান, টাকা নিয়ে বুথের ভেতরে অবস্থানকালে একটি পিকআপভ্যানে করে আসা ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত বুথে হামলা চালায়। এরপর টাকাভর্তি ট্রাঙ্ক দুটি লুট করে নিয়ে যায় তারা।
পুলিশ বলছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। ওই ট্রাংকে এক কোটি দুই লাখ টাকা ছিল বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।