শ্রেষ্ঠ স্বীকৃতি পেল কাপাসিয়ার ১৩ শিক্ষা প্রতিষ্ঠান

Slider বাংলার সুখবর শিক্ষা

SAM_1287

 
কাপাসিয়ায় (গাজীপুর) প্রতিনিধি :বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার উদ্যেগে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২০১৫ সালের পি এস সি, জে এস সি, জে ডি সি ও সমমান পরিক্ষায় ভালো ফলাফলের জন্য উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান স্বীকৃতি পায়। গত ১ মার্চ মঙ্গলবার একুশে বই মেলার সমাপনি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন।

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির, ঘাগটিয়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জমান মনির, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোরের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা দিপু, বেলাশী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিল্লাল হোসেন, গাজীপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা মো: মিজানুর রহমান মিলন, বীর উজলী কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক নূরুল হক বি এস সি, তরগাঁও ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার , হরিমন্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন, তারাগঞ্জ স্কুল এন্ড কলেজ এর ফিরোজ উদ্দিন সরকার, কামরা মাসক ফাযিল মাদরাসার ফাইজুল কবির ছিদ্দিকী , লোহাদী মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আ: বারিক, আইডিয়াল কিন্ডারগার্টেন পরিচালক নূরুল ইসলাম অনুষ্ঠানে পুরস্কার গ্রহন করেন।

বঙ্গতাজ স্মৃতি পাঠাগারের আহবায়ক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এম পি, আ’লীগ উপজেলা সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, প্রবীণ শিক্ষক আব্দুল কবির, আ: হালিম খোকন, যুবলীগ কেন্দ্রীয় নেতা আলমগীর হোসেন আকন্দ, আ’লীগ নেতা মিজানুর রহমান প্রধান, অধ্যক্ষ মো: ছানাউল্লাহ, শিক্ষক নেতা আইন উদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান মিলন, নারী নেত্রী রওশন আরা, অ্যাড. রীনা পারভীন ও উম্মে কুলছুম শিল্পী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *