সব শিশুহত্যার বিচার দ্রুত সময়ে

Slider জাতীয়

Kamal_SM_332470186

 

 

 

 

ঢাকা: শিশুহত্যার সঙ্গে জড়িত ঘাতকদের দ্রুততার সঙ্গে বিচারের সম্মুখীন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

হৃদয় বিদারক এসব ঘটনা বন্ধে সামাজিক আন্দোলনও গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন মন্ত্রী।

বুধবার (০২ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেশ কয়েকটি শিশু হত্যার ঘটনা ঘটেছে। যেগুলো হৃদয় বিদারক, পৈশাচিক। আমরা মনে করি এগুলো যারা করেছে, তারা অমানুষ, পশুর চেয়ে অধম।

সম্পত্তির লোভসহ নানান ধরনের ফায়দার জন্য একের পর এক এই হত্যাগুলো হচ্ছে বলেও জানান মন্ত্রী।

‘শিশু হত্যায় বাবা-মা’ বলে থেমে যান মন্ত্রী। এরপর বলেন, দুই শিশু হত্যার দৃশ্য দেখেছেন, আমরা তদন্ত করছি, কেন হয়েছে তা তদন্তের আগে বলতে পারবো না, সন্দেহ করছি অনেক কিছু।’

মন্ত্রী বলেন, প্রতিটি শিশু হত্যা যারা সংঘটিত করেছেন, যারা কালপ্রিট, যারা দুষ্কর্ম করেছেন, তাদের চিহ্নিত করেছি, ধরেছি বা বিচার হয়েছে।

‘আমরা সবগুলো হত্যার অভিযোগপত্র একের পর দিয়ে যাচ্ছি দ্রুততার সঙ্গে, যাতে শিশু হত্যা বন্ধ হয়। সেজন্য মনে করছি যেন এগুলোর বিচার তাড়াতাড়ি হয়। যেকোনো মূল্যে এদের বিচারের সম্মুখীন করে দৃশ্যমান করছি বিচারগুলো।’

প্রধানমন্ত্রী শিশু হত্যা সম্পর্কে অনেক কথা বলেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি পৈশাচিকতার কথা বলেছেন, নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে বলেছেন। তিনি বলেন, যারা এগুলো করে তারা মানুষ নয়, মানুষ নামের পশু।

‘আমরা সেজন্য মনে করি, এগুলোর জন্য সামাজিক আন্দোলন করা উচিত, যাতে শিশুহত্যা থেকে নিবৃত থাকে। নেহায়েত আপনজন, কাছের লোক, প্রতিবেশী সংঘটিত করছে। সেই জায়গায় সমাজেরও একটা মেসেজ থাকতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *