ঢাকা: জনপ্রিয় সংগীত শিল্পী আদনান সামিসহ পাকিস্তানি ৬৫ নাগরিককে চলতি বছরের প্রথম দুই মাসে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। বুধবার (০২ মার্চ) রাজ্যসভা সূত্র এ তথ্য জানিয়েছে।
একই সময়ে পাকিস্তানি ওই নাগরিকরা ছাড়াও বিভিন্ন দেশের আরো ৫৫ জন ভারতের নাগরিকত্ব পেয়েছেন।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরিন রিজিজু জানান, ২০১৫ সালে পাকিস্তানি ২৬৩ নাগরিককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ওই বছর বিভিন্ন দেশের আরো ৩৪৪ জন ভারতের নাগরিকত্ব পেয়েছেন।
২০১৪ সালে ভারতের নাগরিকত্ব পাওয়া পাকিস্তানির সংখ্যা ছিল ২৬৭ জন। এছাড়া বিভিন্ন দেশের ৩৫২ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন বলে এক লিখিত প্রশ্নের উত্তরে জানান কিরিন রিজিজু।