ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলে শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (০১ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়ম, নগরীর বাঘমারা রোডের ছাত্র হোস্টেলে কলেজের এম-৫৩ ব্যাচের অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দু’পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে উভয়পক্ষের ৬ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শঙ্কর নারায়ণ দাস বাংলানিউজকে জানান, তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। হাসপাতালে দু’একজন আহত শিক্ষার্থী ভর্তি থাকতে পারে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দু’পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।