সম্পাদকীয়: তাহলে বাদী ও স্বাক্ষী সবাই আসামীর সাথে কাঠগড়ায়!

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ বাংলার মুখোমুখি বাধ ভাঙ্গা মত বিনোদন ও মিডিয়া সম্পাদকীয়

hight-court1_196657

 
ড. এ কে এম রিপন আনসারী
এডিটর ইন চীফ
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বৈধতা দেয়া একটি অসাংবিধানিক সরকারকে নিয়ে অনেক দিন পর টানাটানি শুরু হয়েছে। যে সরকার অবৈধ সরকারটিকে বৈধতা দিয়েছে ওই সরকারই টানাটানি করছে। অবৈধ কে বৈধ করার পর পূর্বের অবৈধতা নিয়ে খুঁচাখুঁচি করার অর্থ আরেকটি অবৈধকে আলিঙ্গন করার নামান্তর। প্রবাদে যদি বলা হয় তবে বলতে হয়, কেঁচো খুঁরতে কেউটে সাপ বের হওয়ার আশংকা সৃষ্টি হয়। কথায় বলে যেখানে হোঁচট খাওয়া হয় ওইখান থেকেই উঠতে হয়। তাহলে যে সরকার অবৈধ সরকারকে বৈধ করল তারাই এখন কেন অবৈধ সরকারকে নিয়ে টানাটানি করছে। যদি তাই হয় তবে ওয়ান ইলিভেন নিয়ে টানটানি করলে আরেকটি ইলিভেনের জন্ম হতে পারে।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায় আসছে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ঘিরে। বলা হচ্ছে, আনামদের জন্যই ওয়ান ইলিভেন এসেছে এবং এদের জন্য প্রধানমন্ত্রী সহ রাজনীতিকেরা কারাভোগ করেছেন। যদি তাই হয়,তাহলে মাহফুজ আনামরা অবৈধ কাজের সহযোগিতা করেছেন। তাহলে যারা অবৈধ কাজ করেছেন তাদের কি হবে? আর যারা অবৈধ কাজকে বৈধতা দিয়েছেন তারা?

একটি অবৈধ কাজের বিচার হবে এটি জাতির প্রত্যাশিত বিষয়। জাতি চায় অবৈধ সরকারের বিচার হউক। যারা অবৈধ সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হউক। যারা অবৈধ সরকারকে সহযোগিতা করেছেন তারাও আসামী হবেন। তাহলে যারা অবৈধ সরকারকে বৈধ করেছেন তারাও আসামী হয়ে যান। একই সাথে ওয়ান ইলিভেনের সরকারে থাকা লোকদের রাষ্ট্রীয়ভাবে লালন পালন ও চাকুরী দিয়ে পৃষ্টপোষকতা দেয়ার অপরাধটিও বিচারের দাবি রাখে।
এই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে বাদী স্বাক্ষী ও আসামী সকলেরই বিচার হয়ে যায়। ওই বিচার হতে হলে আরেকটি ওয়ান ইলিভেন লাগবে না এর কিইবা গ্যারান্টি আছে?

সুতরাং দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মাহফুজ আনামকে ঘিরে সৃষ্ট চলমান পরিস্থিতির সমাধান করা উচিত। আর না হলে প্রতিদিনি যে ভাবে ওয়ান ইলিভেন হচ্ছে তাতে আরেকটি ওয়ান ইলিভেন কাছে আসতে থাকবে বলে ধারণা করলে অমূলক হবে কি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *