জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এক-এগারের সময় গ্রেপ্তার এড়াতে পার্টির চেয়ারম্যান নিজেই সমঝোতা করেছিলেন। তার নির্দেশ ও সুবিধার্থেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলাম। আমি এ দায়িত্ব নিয়েছিলাম বলেই মাইন থ্রি ফরমুলা থেকে বেঁচে গিয়েছিলেন এরশাদ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে শেরপুরে জাতীয় পার্টির এক সম্মেলনে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এক-এগারের কুশিলব হিসেবে আনিসুল ইসলাম মাহমুদের বিচার হওয়া উচিত। এরশাদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন ডাকেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, সেসময় এরশাদ সাহেব ভয়ে দেশের বাহিরে চলে যেতে চেয়েছিলেন। পরে আমরা তাকে বলেছিলাম আপনার যাওয়ার দরকার নেই। তখন গ্রেপ্তার না হতে এরশাদ নিজেই এক-এগারোর সরকারের সঙ্গে সমঝোতা করেন। প্রথমে তিনি তাঁর ভাই জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চেয়েছিলেন। কিন্তু জিএম কাদের ওই পদ গ্রহণ করতে অনীহা প্রকাশ করেছিলেন। কারণ, জেনারেল মইন ইউ আহমেদ এর সঙ্গে সেমিনারে যেতেন জিএম কাদের। কাদের সাহেব এক-এগারো সরকারের অংশ হতে চেয়েছিলেন। আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, জিএম কাদের এমন ব্যক্তি, যিনি এক আসন থেকে দুইবার নির্বাচন করতে পারেননি। যতবার এমপি হয়েছেন তার ভাইয়ের পরিচয়ে এমপি হয়েছেন। এরশাদ সাহেব তার এই ভাইয়ের জন্য পার্টি ধ্বংস করে দিচ্ছেন। তিনি আরও বলেন, হয়তো আমি পার্টি থেকে বহিষ্কারও হয়ে যেতে পারি। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। এরশাদের উদ্দেশ্যে এই জাপা নেতা বলেন, আপনি ব্যাক্তিগত উদ্দেশ্যে পার্টিকে ধ্বংস করে দিবেন না। পার্টির জন্য আপনি ছাড়াও অনেকের অবদান আছে। সরকারের এই মন্ত্রী আরও বলেন, আমরা যতটুকু সম্ভব বিরোধী দলের ভূমিকা পালন করছি। এখন মন্ত্রীসভা থেকে বের হওয়ার কথা বলা হচ্ছে। পার্টির ভালোর জন্য যদি মন্ত্রীত্ব ছাড়তে হয়, ছাড়বো। তবে আগে বুঝাতে এর পেছেনে যুক্তি কি।