বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে সংসদ সদস্য এমএ লতিফের মাথায় আঘাত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। এমপি লতিফের সহযোগীদের তালিকা করারও নির্দেশ দেন তিনি। আজ বিকেলে লালদীঘি ময়দানে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিকৃতিকারীর গ্রেপ্তার, বিচার ও শাস্তির দাবিতে’ নাগরিক মঞ্চ চট্টগ্রামের ব্যানারে আয়োজিত প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, এমএ লতিফের অপকর্মের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে। তিনি বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করে পাপ করেছেন। এর প্রতিবাদে কিছুদিন আগে সভা হয়েছিল। সেখানে কিছু আলটিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু কোন ফল হয়নি। গত ১৫ই ফেব্রুয়ারি লালদীঘি ময়দানে সমাবেশ করে নাগরিক মঞ্চ। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ওই সমাবেশে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে সাংসদ এম এ লতিফকে ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার ও তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান। মহিউদ্দিন চৌধুরী বলেন, লতিফ যেন চট্টগ্রামে আসতে না পারে। তার সঙ্গে যে সহযোগী আছে, সে গাড়িতে করে তাকে নিয়ে আসে। কেন নিয়ে আসবে? কোন শক্তির বলে? তাদের আমি চিনি। কেন লতিফকে নিয়ে বঙ্গবন্ধুর কন্যার কাছে যাবেন? তারা কারা? তারা পাকিস্তানি মনোভাবাপন্ন ব্যক্তি। নেতাকর্মীদের সংঘটিত হওয়ার আহ্বান জানিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, প্রতি এলাকাতে লাঠি নিয়ে সংঘটিত হবেন। লতিফকে দেখলেই মাথায় আঘাত করবেন। আর লতিফের সহযোগী যারা আছেন তাদের তালিকা করবেন। এক মাস সময় দেয়া হলো। তালিকা করে তা আমাকে দেবেন। যে যত শক্তিশালীই হোক না কেন, আমার জীবনকে বাজি রেখে হলেও অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।