মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদন গ্রহণ করে তা শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে ওই আবেদনের শুনানি হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাদের সিদ্দিকীর আইনজীবী রাগীব রউফ চৌধুরী।
গত ৪ ফেব্রুয়ারি রুলের চূড়ান্ত শুনানি নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনায়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বৈধ বলে রায় দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন তিনি।
টাঙ্গাইল-৪ আসনে নির্বাচিত সাংসদ ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ‘ঋণ খেলাপ করেছে’ এই যুক্তি দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন।